আমাদের মধ্যে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি তাদের মধ্যে প্রায় সকলেই কমবেশি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সমস্যা গুলোর মধ্যে ছোট-বড় দুই ধরনেরই সমস্যা রয়েছে।
আজকের এই টপিকে আমি ইউটিউব এর এমন পাঁচটি ভুল সম্পর্কে বলবো যা আপনি পরবর্তীতে কখনো শুধরে নিতে পারবেন না। আপনি ইউটিউবে বিভিন্ন-ধরনের ভুল কাজ করতে পারেন কিন্তু সেগুলো পরে শুধরে নিতে পারবেন। কিন্তু এই পাঁচটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে সেগুলো পরবর্তীতে সংশোধন করে নিতে পারবেন না।
এই ভুলগুলো করে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। এমনকি ইউটিউবও আপনার এই ভুলগুলো শুধরে দিতে আসবে না। তাই এই পাঁচটি ভুল কখনো করা যাবে না। তাহলে চলুন দেরী না করে জেনে নেই কি সেই পাঁচটি ভুল।
ইউটিউবের পাঁচটি ভুল
স্ট্রাইক ভিডিও ডিলিট করা
ইউটিউবের সর্বপ্রথম বলতে হচ্ছে কেউ যদি আপনার ভিডিওটিতে স্ট্রাইক দিয়ে থাকে তাহলে আপনি সেই ভিডিওটি ডিলিট করবেন না। এটি অনেক মারাত্মক একটি ভুল।
আপনি যদি ওই ভিডিওটি ডিলিট করে দেন তাহলে আমাদের চ্যানেলে যারা স্ট্রাইক দিয়ে থাকে তারা যদি চাই তাহলে কিন্তু তারা ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি যদি ওই ভিডিওটি ডিলিট করে দেন তাহলে তারা চাইলেও আপনার ভিডিওটি থেকে কপিরাইট স্ট্রাইক তুলে নিতে পারবেনা কারণ আপনার সেই ভিডিওটিই তো নেই।
আর ইউটিউব এর নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার ইউটিউব চ্যানেলে মোট তিনটি স্ট্রাইক আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে।তাই ইউটিউব ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসলে কোন ভিডিও ডিলিট করা যাবে না এ ব্যাপারটি মাথায় রাখবেন ।
ইউটিউব এডসেন্সের কান্ট্রি ভুল
আপনি যদি আপনার ইউটিউব এডসেন্স একাউন্টের কান্ট্রি ভুল দেন তাহলে আপনি পরবর্তিতে ঐ কান্ট্রি আর চেঞ্জ করতে পারবেন না। তার জন্য আপনাকে ওই এডসেন্স একাউন্ট ডিলিট করতে হবে অথবা টোটালি ক্লোজ করে দিতে হবে। তারপর আবার নতুন করে আরেকটা এডসেন্স একাউন্ট খুলতে হবে।
তাই আপনি যখন গুগল এডসেন্স একাউন্ট খুলবেন তখন কোনভাবেই কান্ট্রি যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সব কিছু সঠিকভাবে ফিলাপ করে তারপর সাবমিট করবেন।
ডাবল এডসেন্স একাউন্ট
আপনি যদি আপনার নিজের নামে দুইটি এডসেন্স একাউন্ট খুলেন আর সেটি যদি গুগোল কোনভাবে বুঝতে পারে তাহলে আপনার দুইটা এডসেন্স একাউন্টকেই সাসপেন্ড করে দেয়া হবে। পরবর্তীতে আপনি নিজের নামে কোন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
অনেকে আবার ভাবতে পারেন যে একনামে তো অনেক জন থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনাকে অনেকজন থাকতে পারে কিন্তু এক নাম এবং একই এড্রেস হলে আপনাকে গুগোল সেই নামে আর একাউন্ট করতে দেবেনা ।
নিজের ভিডিও বারবার দেখা
আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি বারবার দেখেন এবং আপনার ভিডিওতে যে অ্যাড গুলো আসে সেই অ্যাডগুলোতে যদি আপনি নিচে ক্লিক করেন অথবা বন্ধু-বান্ধবের মোবাইল থেকে বারবার দেখে ক্লিক করেন তাহলে আপনার এডসেন্স একাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে।
অর্থাৎ আপনি যদি নিজের ভিডিও এড এর মধ্যে বারবার ক্লিক করেন তাহলে আপনার ইউটিউব এডসেন্স একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে।
এটার মূল কারণ হবে ইনভেলিড এ্যাকটিভিটি। আর এভাবে যদি আপনার এডসেন্স একাউন্ট সাসপেন্ড হয়ে যায় তাহলে একাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
পার্সোনাল তথ্য ইউটিউবে দেওয়া
এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যে ভুলটি নতুন ইউটিউবাররা অনেক বেশি করে থাকেন। এটি অনেক মারাত্মক একটি ভুল। আর এই ভুলটি হলো- নিজের পার্সোনাল কন্টাক্ট নাম্বার, সোশ্যাল মিডিয়া একাউন্ট অর্থাৎ যেগুলো একেবারে পার্সোনাল সেগুলো শেয়ার করা।
আর এই ভুলটি হলো-নিজের পার্সোনাল কন্টাক্ট নাম্বার, সোশ্যাল মিডিয়া একাউন্ট অর্থাৎ যেগুলো একেবারে পার্সোনাল সেগুলো শেয়ার করা। তাই এই ভুলটি কখনো করা যাবে না এটি পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে।
👉উপরোক্ত পরিকল্পনা ইউটিউব এর মারাত্মক পাঁচটি ভুল গুলোর মধ্যে অন্যতম। এই ভুলগুলো করলে সংশোধন করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে তাই আগে থেকেই সচেতন থাকুন।
একটি মন্তব্য পোস্ট করুন
ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরিলেভেন্ট লিংক শেয়ার করার চেষ্টা করবেন না । স্পামিং করা থেকে বিরত থাকুন । আপনার লিংকটি যুক্তিসঙ্গত না হলে সেটি অ্যাপ্রুভ করা হবে না ।