দিন গড়িয়ে মাস আসে আর মাস পেরিয়ে বছর। তেমনি 2020 পেরিয়ে হ্যাপি নিউ ইয়ার 2021 আমাদের সামনে হাজির হয়েছে। আর প্রতিবারই বছর শেষে আমরা আমাদের প্রিয়জনদেরকে নতুন বছরের স্বাগত জানানোর জন্য নববর্ষের শুভেচ্ছা বাণী সহ হ্যাপি নিউ ইয়ার পিকচার বিভিন্ন জায়গায় খুঁজে থাকি।
তেমনি বাছাইকৃত সেরা সব নতুন বছরের শুভেচ্ছা বাণী এবং নতুন বছরের শুভেচ্ছা ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের এই টপিকটি। এখান থেকে আপনি আপনার পছন্দের পিকচারটি সংগ্রহ করে প্রিয়জনদের কে পাঠিয়ে দিন। সবার আগে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিন।
এ সম্পর্কিত আরও:
হ্যাপি নিউ ইয়ার পিকচার
নতুন বছরের নতুন দিন, সবার আগে আমার শুভেচ্ছা নিন।কষ্টগুলোকে ঝেড়ে ফেলুন, নতুন কিছু নিয়ে স্বপ্ন গড়ে তুলুন। নতুন বছরের নতুন সকল আশা, তোমার জন্য রইল শুধুই আমার ভালোবাসা। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা।
হে নতুন রবি, ভুলিয়ে দাও, যার যত আছে দূঃখ বেদনা - তোমার জমকালো আলোতে। হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও, পাওয়া না পাওয়ার যতসব রয়েছে দুঃখ-বেদনা - তোমার স্নিগ্ধ হাওয়ায়। হে নতুন বছর, তুমি নিয়ে এসো বয়ে সুখ-স্বপ্ন-আশা আরও ভালবাসার অফুরন্ত ঝুরি লয়ে।
রাত যখন সকাল হবে। সুখ তারাগুলো ডেকে যাবে, আসবে আরেকটি নতুন দিন, দুঃখ-কষ্টগুলোকে যাও ভুলে, হাসি আনন্দগুলোকে নাও তুলে, বছরটা হোক অমলিন।
- হ্যাপি নিউ ইয়ার 2021
নতুন বছরটিকে নতুন ভাবে, নতুন কাজে নতুন সাঁজে ,নতুন ভালোবাসায় নতুন আনন্দে, নতুন সম্ভাবনায়, ছুঁয়ে যাক তোমার মন। বলছি তোমায় ও মাই ডিয়ার, জানাই তোমাকে সবার আগে - হেপি নিউ ইয়ার।
নতুন বছরের প্রত্যেকটি দিন থাকবে সুখময়, এটা কখনো আশা করা যায় না, দুঃখ-কষ্ট আর সুখ-শান্তি, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা অথবা কখনো হতাশা এসব জীবনে আসতে পারে একে একে। আল্লাহতালার কাছে আমি প্রার্থনা করি তিনি যেন তোমাকে সকল প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা প্রদান করেন । হ্যাপী নিউ ইয়ার
নতুন বছরের এই দিনে তোমার এটা বাবার মতন নেই কিছু আর। তাইতো আমি সবার আগে তোমায় পাঠিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার পিকচার। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা ।
নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমার এবং তোমার পরিবারের জন্য সেইসাথে জীবনে সফল এবং অনেক বড় ও ভালো মানুষ হও।

দেবার মতন আমার কাছে নেই কিছু তো জানি। দেরি হলেও পাঠালাম তোমায় নতুন বছরের শুভেচ্ছা বাণী । হ্যাপি নিউ ইয়ার
লিখতে পারিনা কোন কবিতার নইতো আমি কবি| অবশেষে পাঠালাম তোমায় নতুন বছরের শুভেচ্ছা ছবি | আমাকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা ।
চোখের জল ফেলোনা, বন্ধু তুমি কেদোনা, তোমাকে সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলবো না। 2019 কে সবাই হাসি খুসিতে বিদায় দিয়ে দাও। হ্যাপি নিউ ইয়ার 2020 কে স্বাগত জানাও।
নিউ ইয়ার সম্পর্কে শেষ কথা
বাঙালিসহ নতুন বছরের আমেজ পাওয়া যায় প্রায় সারা বিশ্বজুড়েই। যদিও ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে সারাবিশ্ব মেতে ওঠে। আর আমরা আমাদের জীবনের দৈনন্দিনের যে হিসাবে রাখি তাও ইংরেজি বছরকে মাথায় রেখে। এ কারণেই নতুন আরেকটি বছরকে ঘিরে আমাদের মধ্যে কত পরিকল্পনা, আশা ভরসার বিষয় জড়িত থাকে। মানুষ উৎসব প্রিয় যার কারণে আমরা প্রতিটি উৎসবেই আনন্দ ভাগ করে নিয়ে থাকি আমাদের প্রিয়জনদের সাথে।
পুরাতন বছরের শেষের দিকে নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে আমরা প্রিয়জনদের কে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের জন্য আমরা শেয়ার করেছি বাছাইকৃত সেরা হ্যাপি নিউ ইয়ার পিকচার, নতুন বছরের শুভেচ্ছা ছবি, নতুন বছরের শুভেচ্ছা বাণীসহ আরো অনেক কিছু। ইংরেজি নতুন বছর 2021 উপলক্ষে আপনার সোসাল মিডিয়া অথবা মোবাইলের মাধ্যমে প্রিয়জনদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিন এখনই।
More tages:
নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছরের শুভেচ্ছা 2021
নতুন বছরের শুভেচ্ছা ২০২১
নতুন বছরের শুভেচ্ছা বার্তা
নতুন বছরের শুভেচ্ছা পোস্টার
নতুন বছরের শুভেচ্ছা ব্যানার
নতুন বছরের শুভেচ্ছা ব্যানার ২০২১
একটি মন্তব্য পোস্ট করুন
ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরিলেভেন্ট লিংক শেয়ার করার চেষ্টা করবেন না । স্পামিং করা থেকে বিরত থাকুন । আপনার লিংকটি যুক্তিসঙ্গত না হলে সেটি অ্যাপ্রুভ করা হবে না ।