কনটেন্ট মার্কেটিং সম্পর্কে জানুন
কনটেন্ট মার্কেটিং কথাটি হয়তো আমরা অনেক জায়গায় শুনেছি। কিন্তু আমরা জানি না যে, এই আসলে কনটেন্ট মার্কেটিং কি? তাই আজকের এই টপিকটিতে আমরা কনটেন্ট মার্কেটিং কি (What is content marketing) এবং এ সম্পর্কিত খুঁটিনাটি জানার চেষ্টা করব। যেন আপনারা সহজে অনলাইনে কনটেন্ট মার্কেটিং করতে পারেন। কেননা আপনারা একটি বিষয় সম্পর্কে যত বেশি জানবেন, ততবেশি সেই কাজটি সহজভাবে সম্পন্ন করতে পারবেন।
বর্তমান এই ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার ফলে অনলাইনে ব্যবসা বানিজ্যি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে অন্যতম এবং প্রধান কারণটি হচ্ছে- ইন্টারনেটের মাধ্যমে খুব কম সময়ে যেকোনো ব্যবসা বা কোন একটি ব্যবসার পণ্যকে সহজেই প্রচার বা মার্কেটিং করা সম্ভব। তাছাড়াও অন্যতম আরেকটি কারণ হচ্ছে সহজেই কাস্টমার পাওয়া যায়।
তাই বর্তমানে ছোট বড় প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসা বা প্রডাক্ট এর জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য ব্যবহার করছেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন অনলাইন প্লাটফার্ম গুলো ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস, প্রডাক্ট, ব্র্যান্ড গুলোর প্রচার করা হয়।
আর ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ বা ধাপ হল এই কনটেন্ট মার্কেটিং। আসলে কনটেন্ট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যখানে দারুন এবং আকর্ষনীয়ভাবে ব্যবসার সার্ভিস বা প্রডাক্ট গুলোকে অনলাইনে বিভিন্ন প্লাটফার্মের মাধ্যমে প্রচার করা হয়।
এর মূলত প্রধান উদ্দেশ্য হলো কনটেন্ট এর মাধ্যমে ক্রেতাদের আকর্ষিত করা এবং প্রডাক্ট বা সার্ভিস গুলোকে কেনার মনোযোগ সৃষ্টি করা। তাই আপনি যদি কনটেন্ট মার্কেটিং এবং এ বিষয় সম্পর্কিত তথ্য জানতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। কারণ এর মাধ্যমে আপনি কনটেন্ট মার্কেটিং এর ব্যাপারে অনেকটা ধারণা পেয়ে যাবেন।
আরো পড়ুন:
কনটেন্ট মার্কেটিং কি? (What is content marketing)
কনটেন্ট মানে এমন একটি বিষয় যাকে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয় যেমন- writing, graphic, video, speech ইত্যাদির মাধ্যমে। content marketing হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মূল্যমান কনটেন্ট গুলো তৈরি করা হয়।
আর তৈরি করা এই সকল কনটেন্ট গুলোকে সেই প্রত্যেক ব্যবহারকারীদের সাথে শেয়ার করা হয় যারা কনটেন্ট এর সাথে জড়িত বিষয় গুলো পছন্দ করেন বা রুচি রাখেন। তৈরি করা কনটেন্ট গুলো মানুষের কাছে শেয়ার করার জন্য ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া ইত্যাদি।
আমি আগেই বলেছি কনটেন্ট মার্কেটিং এর মূল উদ্দেশ্য মূল্যবান কনটেন্ট এর মাধ্যমে ক্রেতাদের আকর্ষিত করা এবং সেই সব সার্ভিস বা প্রডাক্ট গুলোর ক্রেতা হিসাবে রূপান্তরিত করা। আপনি যে কনটেন্ট গুলো তৈরি করে শেয়ার করবেন সেখানে অবশ্যই যেন আপনার ব্যবসা বা পন্য জড়িত থাকে।
অনলাইন কনটেন্ট মার্কেটিং ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় blog article, eBook, graphic, social media post, webinar, videos ইত্যাদি প্রক্রিয়াগুলো। আশাকরি সহজে বুঝতে পারছেন কনটেন্ট মার্কেটিং কি এর সম্পর্কে।
আরো পড়ুন: কন্টেন্ট রাইটিং করে আয়
কনটেন্ট মার্কেটিং (content marketing) এর উদাহরণ
বর্তমানে কনটেন্ট মার্কেটিং করার অনেক গুলো প্রক্রয়া বা নিয়ম রয়েছে। এই সকল প্রত্যেকটি নিয়ম বা প্রক্রিয়া গুলো বলা সম্ভব না। তবে, বিশেষ কিছু নিয়ম বা প্রক্রিয়া গুলো নিচে বলে দিয়েছি।
- Text / Article
- Webpage
- Video
- Podcasts
১. Text / Article
বর্তমানে কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে Text / Article এ বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভাগ। এই মাধ্যমে একজন মার্কেটার অনেক ভাল পেয়ে থাকেন। কারণ তিনি আর্টিকেলের মাধ্যমে বিস্তরিত তথ্যবহুল কনটেন্ট বা আর্টিকেল লিখে সেগুলো ইন্টারনেটের বিভিন্ন শেয়ার করেন।
এভাবে বই লিখেও মার্কেটিং করতে পারবেন। তবে, বর্তমানে এমন অনেক মার্কেটার রয়েছে যারা কনটেন্ট রাইটিং করে ইন্টারনেটে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট গুলোতে আর্টিকেল লিখে পাবলিশ করেন। এই আর্টিকেল গুলোর মাধ্যমে ইন্টারনেটে সক্রিয় থাকা গ্রাহকদের আকর্ষিত করা হয়।
আরো পড়ুন: ব্লগিং করে টাকা আয়
২. Video
বর্তমানে যেকোনো ব্যবসাকে প্রচার করার জন্য ভিডিও কনটেন্ট তৈরি করা অনেক বেশি লাভজনক। কারণ, ভিডিও এর মাধ্যমে image এবং text গুলোকে অনেক বেশি আকর্ষণীয় কনটেন্ট এ রূপান্তরিত করা সম্ভব।
কারণ, ভিডিও এর মাধ্যমে ক্রেতারা অনেক সহজে সংযুক্ত হতে পারে। তাছাড়া ক্রেতা সাধারণ অনেক সহজে স্পষ্ট ভাবে জেনে বুঝে নিতে পারে। তাই বর্তমানে ভিডিও কনটেন্ট মার্কেটিং অনেক বেশি লাভজনক বলে প্রমাণিত হয়েছে।
আরো পড়ুন: ভিডিও এডিটিং সম্পর্কে জানুন
৩. Webpage
ইন্টারনেটে থাকা কনটেন্ট মার্কেটিং এর জন্য তৈরি করা ওয়েবপেজ এবং সাধারণ একটি ওয়েবপেজ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ, কনটেন্ট মার্কেটিং এর জন্য তৈরি করা ওয়েবপেজ গুলো তৈরি করা হয়েছে মূলত গ্রাহকদের আকর্ষিত করার জন্য।
এক্ষেত্রে আপনার ওয়েবসাইট তৈরি করা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এই সম্পর্কে ধারনা থাকলে আপনি খুব সহজেই একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন।
আরো পড়ুন: সহজেই ওয়েবসাইট তৈরি
৪. Podcasts
Content marketing এর ক্ষেত্রে বর্তমানে পডকাস্ট এর ভুমিকা অনেক বেশি। এখানে আপনি কথা রেকার্ড করে একটি spoken word digital audio files তৈরি করা হয়, যেটা পরবর্তীতে আবার ডাউনলোড করে শোনা যায়।
এর মাধ্যমে আপনি নিজের কনটেন্ট বা তথ্য গুলো অনেক স্পষ্ট ও সহজে প্রকাশ করতে পারবেন। এর ফলে অনেক মানুষরা নিজের বিসনেস, ব্র্যান্ড, প্রডাক্ট, সার্ভিস গুলোর সম্পর্কে সহজে জেনে নিতে পারবেন।
গুগল সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমানে ভিজিটর্স নিয়ে এসে তাদেরকে গ্রাহক হিসাবে রূপান্তরিত করার প্রধান উদ্দেশ্য নিয়ে এই কনটেন্ট মার্কেটিং ওয়েবপেজ গুলো তৈরি করা হয়।
কনটেন্ট মার্কেটিং এর লাভ ও সুবিধা
- প্রয়োজনীয় কনটেন্ট এর মাধ্যমে ব্যবসাকে সচেতনতা তৈরি করে নিদিষ্ট লক্ষ বস্তু গ্রাহকদের টার্গেট করা যায়।
- আপনি যদি সঠিক ভাবে কনটেন্ট মার্কেটিং করতে পারেন তাহালে অনেক দ্রুত ব্যবসা বা নিজের ব্র্যান্ডকে বিখ্যাত বানিয়ে নিতে পারবেন।
- নিদিষ্ট ক্রেতাদের মধ্যে বিশ্বাষ তৈরি করার ক্ষেত্রে কনটেন্ট মার্কেটিং এ অনেক ভূমিকা পালন করে।
- ওয়েবপেজ এবং ব্লগ আর্টিকেল এর মাধ্যমে আপনি ইন্টারনেট থেকে দীর্ঘদিন পর্যন্ত ট্রাফিক পেতে থাকবেন এবং নিয়মিতভাবে কাস্টমার পাবেন।
- আপনি যদি ভালো ও আকর্ষণীয় মানের কনটেন্ট তৈরি করে পাবলিশ করতে পারেন তাহালে গ্রাহকদের সাথে আপনার সরাসরি ভালো সম্পর্ক তৈরি হবে।
- পুরানো দিনের মার্কেটিং এর তুলনায় কনটেন্ট মার্কেটিং অনেক সহজ এবং এতে অনেক দ্রুত ব্যবসার প্রচার করা সম্ভব।
- Content Marketing এর সব থেকে বড় লাভ হলো এর মাধ্যমে অনেক টাকা conversions হয়ে থাকে। মানে সাধারন ভিজিটর্সদের গ্রাহকে পরিবর্তিত করা যায়।
আজকের টপিকের শেষ কথা
আজকের এই টপিকটি মাধ্যমে আমরা কনটেন্ট মার্কেটিং কি (what is content marketing bangla) এবং এর লাভ ও সুবিধা সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি কনটেন্ট মার্কেটিং সম্পর্কে এমন একটি আর্টিকেল আপনাদের মধ্যে বিষয়টি যাদের জানার প্রয়োজন ছিল, তাদের সবারই উপকারে এসেছে।
আজকের টপিকটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব- ইনশা-আল্লাহ। তাছাড়া আমার লেখা আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো তাহালে অবশ্যই কমেন্টে জানাবেন।
I’m completely enjoying as of it and that I have you ever bookmarked to ascertain out new stuff you'll post.. Can you also check
উত্তরমুছুনWhat is digital marketing? And future careers 2021
Bitcoin rose 5 percent in New York-trading 2021
how to make money online for free 2021
easy way to earn money online at home
health নিয়ে তথ্য জানতে ভিসিট করুন - https://www.healthseba24.xyz/
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরিলেভেন্ট লিংক শেয়ার করার চেষ্টা করবেন না । স্পামিং করা থেকে বিরত থাকুন । আপনার লিংকটি যুক্তিসঙ্গত না হলে সেটি অ্যাপ্রুভ করা হবে না ।